Thursday, August 30, 2018

আমাদের শিক্ষাব্যবস্থা (হাট টিমাটিম টিম টিম)

আমাদের শিক্ষাব্যবস্থা (হাট টিমাটিম টিম টিম)
===============

হাট টিমাটিম টিম টিম
তারা মাঠে পাড়ে ডিম
তাদের খাড়া দুটো শিং
তারা হাট টিমাটিম টিম টিম।

#আপনারা জীবনে কেউ কি দেখেছেন হাট টিমা টিম টিম আসলে কি??

আয় আয় টিয়ে
নায়ে বড়া দিয়ে
না নিয়ে গেল বোয়াল মাছে
তাইনা দেখে ভোদর নাচে।

#বোয়াল মাছে কিভাবে নৌকা নিয়ে গেল, আর ভোদর কে কখনো কি নাচতে দেখেছেন?

আমপাতা জোড়া জোরা
মারব চাবুক চড়ব ঘোড়া
ওরে বুবু সরে দারা
আসছে আমার পাগলা ঘোড়া।

#এটা বাস্তবের সাথে কি কোন মিল আছে?

আরো অনেক আছে সবগুলো আপনারা ভালই জানেন আমার মত। তাই লিখলাম না।

কবিতা তো শুনলেন, এবার আসল কথায় আসি। আমাদেশ দেশে কেন বেকারত্ব বাড়ছে? অামি বলব শুধুমাত্র বাস্ববভিত্তিক শিক্ষার অভাব। যেখানে চীন, জাপান সহ অন্যান্য সকল উন্নত দেশে বাল্যকাল থেকেই বাস্তব শিক্ষা বা কারিগরী শিক্ষা দিয়ে আসছে সেখানে বাংলাদেশে শুধুমাত্র পুথিগত বিদ্যাই শিখানো হচ্ছে।  আজকাল কেউ যদি কাজের জন্য ব্যাংকে এপ্লাই করেন তাহলে ভাইবা থেকে বাদ পড়েন কম্পিটার অপারেটিং না জানার জন্য, টাইপিং না পাড়ার জন্য। আবার অনেক শিক্ষার্থী মুখস্ত বিদ্যা ডিগ্রী অর্জন করে বেকারত্বের পাল্লাটা ভারী করছে। তার জ্ঞান কেবলমাত্র জেনারেল ডিগ্রী হওয়ার ফলে কারিগরী বা উদ্যোক্ত না হয়ে তার জ্ঞানকে কোন কাজেই লাগাতে পারেনা।

একটা বাস্তবধর্মী শিক্ষাব্যাবস্থাকে পাঠ্যক্রমের আওতায় না অানা পর্যন্ত জাতির শিক্ষার হার যতই বাড়ানো হোকনা কেন তা কোন কাজে আসবে না।

তাই আসুন, আমরা সচেতন হই। হাট টিমা টিমের মত কাল্পনিক সব উদ্ভট বিষয়গুলো বর্জন করে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হই। এই মেসেজটা সর্বত্র ছড়িয়ে দিন যাতে যথাযথ প্রশাসনের নজরে আসে।

ফেইসবুকে যারা শিক্ষামন্ত্রণালয়ে বড় বড় পদবীতে রয়েছেন তাদের বিষয়টিকে আমলে নিয়ে ভবিষৎ প্রজন্মকে রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই

(বাকস্বাধীনতা)

আমাদের শিক্ষাব্যবস্থা (হাট টিমাটিম টিম টিম)

আমাদের শিক্ষাব্যবস্থা (হাট টিমাটিম টিম টিম) =============== হাট টিমাটিম টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো শিং তারা হাট টিমাট...